
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট
পবিত্র রমজান মাসের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অফিসের সময় পুনঃনির্ধারন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত বিরতি থাকবে। সেই সঙ্গে সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার বহাল থাকবে।
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin