শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প? যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট

আজ গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প? যা জানা গেল

এক পর্ন তারকাকে চুপিসারে টাকা দেওয়া সংক্রান্ত মামলায় আজ গ্রেপ্তার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গত ১৮ মার্চ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে এ কথা জানান।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর আগে স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ন ছবির নায়িকার সঙ্গে ট্রাম্পের অবৈধ সম্পর্ক ছিল। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের আগে ‘মুখ বন্ধ’ রাখতে ওই নায়িকাকে অর্থ দেন তিনি―এমনই অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এ ঘটনার সূত্রপাত গত শনিবার।

গ্রেপ্তার এড়াতে সমর্থকদের এর বিরুদ্ধে বিক্ষোভ করার আহ্বান জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই পোস্টে ট্রাম্প লেখেন, ‘দুর্নীতিগ্রস্ত এবং পুরোপুরি রাজনৈতিক ছায়ায় থাকা ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর থেকে বেআইনিভাবে কয়েকটি তথ্য প্রকাশ্যে এসেছে… যা থেকে স্পষ্ট যে, অপরাধ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পদপ্রার্থী তথা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টকে মঙ্গলবার গ্রেপ্তার করা হতে পারে। প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে শামিল হন!’

ট্রাম্পের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে তিনিই হবেন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের প্রথম সাবেক প্রেসিডেন্ট। তবে ট্রাম্পের মুখপাত্র জানান, এখনো পর্যন্ত ট্রাম্পের কাছে গ্রেপ্তারসংক্রান্ত কোনো নির্দেশিকা এসে পৌঁছয়নি। পাশাপাশি ট্রাম্পের দাবির সপক্ষে সংশ্লিষ্ট অ্যাটর্নির দপ্তর থেকে কোনো তথ্য ফাঁস হওয়ার প্রমাণও দেখাতে পারেননি তিনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন সাক্ষীর সাক্ষ্য নেবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(207 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]