শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টেস্ট অধিনায়কত্ব ছাড়তে চান করুনারত্নে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট

টেস্ট অধিনায়কত্ব ছাড়তে চান করুনারত্নে

আগামী মাসে হতে যাওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর দলের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান দিমুথ করুনারত্নে। লঙ্কান টেস্ট দলে নতুন কাউকে অধিনায়ক হিসেবে দেখতে চান করুনারত্নে। তাই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে এখন পর্যন্ত লঙ্কান নির্বাচকরা তার পদত্যাগপত্র গ্রহণ করেনি।

ঘরের মাঠে এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। এরপর শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। ৩৪ বছর বয়সী ওপেনার ও অধিনায়ক করুনারত্নে চান, ওই টেস্টের পর নতুন চক্রে নতুন কেউ দায়িত্ব বুঝে নিন।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর করুনারত্নে বলেছেন, ‘আমি নির্বাচকদের সঙ্গে আমার পদত্যাগের ব্যাপারে কথা বলেছি। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে দুই বছর আছে। আমি মনে করি, নতুন একজন অধিনায়ককে পুরো চক্রে দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত। নির্বাচকদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, কিন্তু তারা এখনও জবাব দেননি। আগামী সিরিজের পরই আমি নতুন অধিনায়কের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে চাই।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রের সব ম্যাচ শেষ শ্রীলঙ্কার। করুনারত্নের নেতৃত্বে এবারের চক্রে বেশ ভালো খেলেছে লঙ্কানরা। ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা।

শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক হিসেবে করুনারত্নের পথচলা শুরু ২০১৯ সালে। তার নেতৃত্বে প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ২-০ ব্যবধানে হারায় লঙ্কানরা। ২৬ টেস্টে নেতৃত্ব দিয়ে দশটি জয় ও ছয়টি ড্র করেছে তার দল। গড়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]