বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার সরকার থাকলে উন্নতবিশ্বের কাতারে পৌঁছাতে সময় লাগবে না: আরিফুর রহমান দোলন

নিজস্ব প্রতিবেদক:   |   মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | প্রিন্ট

শেখ হাসিনার সরকার থাকলে উন্নতবিশ্বের কাতারে পৌঁছাতে সময় লাগবে না: আরিফুর রহমান দোলন

 

শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে উন্নতবিশ্বের কাতারে পৌঁছাতে বাংলাদেশের সময় লাগবে না বলে জানিয়েছেন ফরিদপুর-১ আসনের জনপ্রিয় নেতা, দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেইসঙ্গে একটি জাতিকে উন্নতির শিখরে নিতে সাংস্কৃতিক চর্চা একান্ত প্রয়োজন। আমাদের শিক্ষার্থীদেরকে, তরুণ প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।’

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী গুনবহা প্রি-ক্যাডেট অ্যান্ড মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যবে এসব বলেন ঢাকাটাইমস সম্পাদক।

আরিফুর রহমান দোলন বলেন, ‘বর্তমান শেখ হাসিনার সরকার শিক্ষার উন্নয়নে, দেশ গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। তাই শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।’

দোলন বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ উপহার দিতে হলে শেখ হাসিনাকে আবারও সুযোগ দিতে হবে রাষ্ট্র পরিচালনা করার।’

বিদ্যালয়ের সভাপতি মু্ক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক মো. আব্দুর রশিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, অনুষ্ঠানের উদ্বোধক জেলা কৃষক লীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন, জেলা পরিষদ সদস্য আহসান হাবিব (হাসান শিকদার), বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান কামরুল, গুনবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুস সামাদ খান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শেখ শওকত হোসেন প্রমুখ।

এসময় বিশেষ অতিথি সৈয়দ নাঈম আলী, তবিবুর রহমান, গোপালপুর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মো. আরিফুজ্জামান আরিফ।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]