
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
কাজী পরিচয়ে দীর্ঘদিন ধরে অপ্রাপ্ত বয়স্কদের ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে দিয়ে আসছিলেন মো. মামুনুর রশিদ। প্রতারণামূলক এসব বিয়ে সম্পন্ন করে বর-কনের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা। এতে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে নব দম্পতি ও তাদের পরিবার।
ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ শহরের পৌর বিপণী মার্কেটে। এ ঘটনায় অভিযান চালিয়ে বাল্যবিয়ে পড়ানোর সময় ভুয়া কাজী মামুনুর রশিদকে আটক করে র্যাব। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মো. মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের মো. আবেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
র্যাব-৪ এর লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে নিজেকে কাজী পরিচয় দিয়ে অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে সম্পন্ন করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। এসব অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ের প্রস্তুতির সময় তাকে আটক করে।
তিনি আরো জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির মোবাইল কোর্টের মাধ্যমে ভুয়া কাজী মামুনুর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়
Posted ৭:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin