
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
হজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমিয়েছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি বাড়ানো হয়েছে নিবন্ধনের সময়। এই সময়ে ২৭ মার্চ পর্যন্ত।
ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়। এদিন থেকেই পরিবর্তিত এ প্যাকেজের মূল্যে নিবন্ধন করতে পারছেন আগ্রহীরা। তবে এরইমধ্যে যারা নিবন্ধন করেছেন তারা এ টাকা কীভাবে ফেরত পাবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন।
এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, যারা সরকারিভাবে নিবন্ধন করেছেন তাদের টাকা ঢাকা অফিস থেকে খাবারের মূল্য ফেরত বাবদ একসঙ্গে দেওয়া হবে। সেক্ষেত্রে একজন হজযাত্রী খাবারের মূল্য ৩৫ হাজারের সঙ্গে সৌদি সরকারের কমানো টাকা ১১ হাজার ৭২৫ টাকাসহ মোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। আর বেসরকারি ব্যবস্থাপনা যারা যাবেন, তাদের টাকা তার নিবন্ধন করানো হজ এজেন্সি ফেরত দেবেন।
হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট এক লাখ ১৫ হাজার ৬৩৪ জন হজযাত্রী নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৮২৯ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৫ হাজার ৮০৫ জন নিবন্ধন করেছেন। কোটা পূরণে এখনো বাকি আছে ১১ হাজার ৫৬৪ জন।
Posted ৬:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin