
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে একজন। তার সেই অভিযোগের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ান পুলিশ অথরিটির কাছ থেকে পাওয়া একটি কনফর্মেশন লেটার প্রকাশ করেছেন নায়কের অস্ট্রেলিয়ান আইনজীবী উপল আমিন।
বুধবার (২২ মার্চ) এক ভিডিও বার্তায় তিনি জানান, শাকিবের বিরুদ্ধে যৌন হয়রানির যে অভিযোগ দেওয়া হয়েছে, তার তদন্ত সম্পূর্ণ শেষ। শাকিব খান শতভাগ ক্লিন।
উপল আমিন আগেই দাবি করেছিলেন, আমার ক্লায়েন্ট শাকিব খান ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলেন এবং ২০১৮ সালেও এসেছিলেন। অস্ট্রেলিয়ায় কোনোবারই তাকে গ্রেফতার করা হয়নি। তিনি কখনো পালিয়ে যাননি। রহমত উল্লাহর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
এদিকে নিজেকে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক দাবি করে গত বুধবার (১৫ মার্চ) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, শিল্পী সমিতি এবং ক্যামেরাম্যান সমিতিকে লিখিত অভিযোগ করেন রহমত উল্লাহ।
জানা যায়, প্রযোজনা প্রতিষ্ঠান ভারটেক্স মিডিয়া ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রকৃত মালিক। এই প্রতিষ্ঠান থেকেই সিনেমাটির সিংহভাগ লগ্নি করা হয়েছে। শাকিবের সঙ্গে চুক্তি ও সিডিউল-সংক্রান্ত যাবতীয় আলাপও করেছিল প্রতিষ্ঠানটি।
সূত্রমতে, নিজেকে প্রযোজক দাবি করা এই রহমত উল্লাহ ছিলেন অস্ট্রেলিয়ার শুটিংয়ের অ্যারেঞ্জার! অস্ট্রেলিয়া অংশে কাজের সুযোগ পেয়ে তিনি শাকিবকে নানা কেলেঙ্কারিতে ফাঁসানোর চেষ্টা করেছেন।
Posted ৭:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin