
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
দুবাই থেকে আসা এক যাত্রীকে ২৩ পিস স্বর্ণের বারসহ আটক করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে শাহ আমানত বিমানবন্দরের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
ওই যাত্রীর পেটের ভেতর আরও ৮ পিস স্বর্ণের বার রয়েছে বলে সন্দেহ করছেন গোয়েন্দা কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।
Posted ৪:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin