
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
ঘরের মাটিতে টানা চার বছর কোনো সিরিজ হারেনি ভারত। অবশেষে সেই রাজত্বের অবসান ঘটালো অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করেছে স্টিভ স্মিথের দল।
অবশ্য তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছিল অজিরা। তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০ উইকেটের দুর্দান্ত জয়ে সিরিজ সমতায় ফেরে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার চেন্নাইয়ে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মাত্র দু’জন ব্যাটারের রানে ভর করে ভালো সংগ্রহ পায় দলটি।
উদ্বোধনী জুটিতে ট্রাভিস হেড আর মিচেল মার্শ ৬৫ বলে ৬৮ রান করেন। তবে ৩১ বলে ৩৩ করে হেডকে ফেরানোর পর দ্রুত আরও দুটি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। স্টিভেন স্মিথ ০ আর মার্শ আউট হন ৪৭ বলে ৪৭ করে।
চার নম্বরে নামা ডেভিড ওয়ার্নার ৩১ বল খেলে করেন ২৩। হন কুলদ্বীপের শিকার। মার্নাস লাবুশেনকেও (৪৫ বলে ২৮) তুলে নেন এই স্পিনার। ১৩৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
ষষ্ঠ উইকেটে মার্কাস স্টয়নিস আর অ্যালেক্স ক্যারে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন। স্টয়নিস (২৬ বলে ২৫) সেট হওয়ার পর অক্ষর প্যাটেলের শিকার হলে ভাঙে এই জুটি। তারপরও অস্ট্রেলিয়া লড়াই চালিয়েই গেছে।
অ্যালেক্স ক্যারে ৪৬ বলে ৩৮, শন অ্যাবট ২৩ বলে ২৬, অ্যাশটন অ্যাগার ২১ বলে ১৭, মিচেল স্টার্ক ১১ বলে ১০, এমনকি এগার নম্বর ব্যাটার অ্যাডাম জাম্পাও করেন ১১ বলে অপরাজিত ১০ রান। এতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৭০।
এদিন ভারতের হয়ে হার্দিক পান্ডিয়া আর কুলদ্বীপ যাদব নেন ৩টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু এনে দেন রোহিত শর্মা ও শুভমান গিল। উদ্বোধনী জুটিতে ৬৫ রান করেন তারা। ইনিংসের দশম ওভারে শন অ্যাবটের বলে স্টার্কের হাতে তালুবন্দী হন রোহিত। পরে আরো ১২ রান যোগ করতেই জাম্পার লেগ স্পিনে সাজঘরে ফেরেন গিলও।
এরপর ক্রিজে আসেন বিরাট কোহলি। ২২ গজে কে এল রাহুলকে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকেন কোহলি। তবে জাম্পার বলে ব্যক্তিগত ৩২ রানের ফিরতে হয় রাহুলকে। পরে স্মিথের দ্রুতগতির থ্রোতে আলেক্স ক্যারি অক্ষর প্যাটেলকে রান আউট করেন।
এরপর একে একে সূর্যকুমার (০), জাদেজা (১৮), কুলদ্বীপ যাদব (৬) দলকে বিপদে ফেলে প্যাভিলিয়নে ফিরে যান। তবে জয়ের লক্ষ্যে পৌঁছাতে ক্রিজে তখনও লড়াই চালিয়ে যান হার্দিক পান্ডিয়া। কিন্তু ৪০ বলে ৪০ করা এই ব্যাটারকে অ্যাডাম জাম্পা তুলে নিলে জয়ের রাস্তা পরিষ্কার হয়ে যায় অস্ট্রেলিয়ার। ৪৯.১ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ভারত।
এদিন অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৪টি, অ্যাশটন অ্যাগার দু’টি এবং স্টোসিন ও অ্যাবট একটি করে উইকেট শিকার করেন।
Posted ৭:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin