
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটরসাইকেল নিয়ে অরক্ষিত লেভেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আবদুর রাজ্জাক মুন্সী (৫০) নামে এক ডেকোরেটর ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকারই বাসিন্দা।
রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে আবদুর রাজ্জাক মোটরসাইকেল নিয়ে কুড়াপাড়া এলাকায় ‘অরক্ষিত লেভেল ক্রসিং’ পার হতে যান। এ সময় টুঙ্গিপাড়া থেকে রাজশাহী গামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ নামের ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আবদুর রাজ্জাক মোটরসাইকেলসহ ছিটকে রেললাইনের মাঝখানে পড়ে যান। তখন ট্রেনটি তাকে ও মোটরসাইকেলকে কিছুদূর ঠেলে নিয়ে যায়। তার শরীর কয়েক খণ্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাস্থল থেকে মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin