
মোঃ সিরাজ মাসুদ , লালমোহন: | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট
ভোলার লালমোহনে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এসব আসামিদের আদালতের মাধমে কারাগারে প্রেরণ করা হয়।
এর আগে, বুধবার রাতে উপজেলার কালমা ও ফরাজগঞ্জ ইউনিয়নে লালমোহন থানা পুলিশের কয়েকটি টিম অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন কালমা ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দ শেহের আলী, রুহুল আমিন, জয়নাল, আনিচল হক, মোক্তার হোসেন, বাবুল সর্দার ও ফরাজগঞ্জ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফা এবং মো. ফখরুল ইসলাম।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মারামারিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
Posted ৭:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin