বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ সিরিজ জয়ের হাতছানি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট

আজ সিরিজ জয়ের হাতছানি

আয়ারল্যান্ডকে বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় করবে তামিম ইকবালের দল। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। তবে আগের ম্যাচের মতো পরিত্যক্ত হলে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। অন্যদিকে, তারা হোঁচট খেলে আইরিশদের সঙ্গে ড্র নিয়েই সিরিজটি শেষ হবে।

সিলেটের আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। অর্থাৎ আগের দিনের তুলনায় আবহাওয়া মোটামুটি ভালো। সুতরাং বৃষ্টির চোখ রাঙানিও থাকছে না। ফলে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। তারা কি পারবে, এই সুযোগের সদ্ব্যবহার করতে?

এর আগে প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছিল স্বাগতিকরা। সেই ম্যাচে সাকিব আল হাসানরা আইরিশদের রেকর্ড ১৮৩ রানে পরাজিত করেছিল। ব্যাটারদের সেই দাপট অব্যাহত থাকে দ্বিতীয় ওয়ানডেতেও। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের (৩৪৯ রান) ম্যাচটা শেষ পর্যন্ত ভেস্তে যায় বৃষ্টিতে।

শেষ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। নাসুম আহমেদের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন ইনজুরি থেকে ফেরা মেহেদী হাসান মিরাজ। এছাড়া হাসান মাহমুদের পরিবর্তে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৬:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]