শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে খরচ হবে ৪১১ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ | প্রিন্ট

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে খরচ হবে ৪১১ বিলিয়ন ডলার

আগামী ১০ বছরে যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার খরচ হবে বলে ধারণা করছে বিশ্ব ব্যাংক। শুধু শহর থেকে ধ্বংসস্তূপ সরাতে ৫ বিলিয়ন ডলার খরচ হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।

ইউক্রেন সরকার, ইউরোপীয় কমিশন ও জাতিসংঘের সঙ্গে যৌথভাবে হিসাবটি তৈরি করেছে বিশ্বব্যাংক। বুধবার (২২ মার্চ) প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, যতদিন যুদ্ধ চলতে থাকবে, ততদিন পুনর্নির্মানের ব্যয় আরো বাড়তে থাকবে।

গত বছরের সেপ্টেম্বর মাসে বিশ্ব ব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন পুনর্গঠনে আনুমানিক ৩৪৯ বিলিয়ন ডলার লাগবে। সবশেষ প্রতিবেদনে যুদ্ধের কিছু অর্থনৈতিক ও মানবিক ক্ষতির বিবরণ দেয়া হয়েছে।

বলা হয়েছে যে, ২০ লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি পাঁচটির মধ্যে একটির বেশি জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। ৬৫০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত বা চুরি হয়েছে। এছাড়া যুদ্ধে এ পর্যন্ত ৪৬১ শিশুসহ অন্তত ৯ হাজার ৬৫৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে ভবন ও অবকাঠামোর সরাসরি ক্ষতির জন্য ১৩৫ বিলিয়ন ডলার ধরা হয়েছে। তবে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে বৃহত্তর অর্থনৈতিক পতনকে বিবেচনায় নেয়া হয়নি।

বিশ্বব্যাংকের ইউরোপ ও মধ্য এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনা বজেরদে বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে যা পুনর্গঠনে ১০ বছর সময় লেগে যাবে।

তিনি আরো বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধ গড়ে না তুললে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ত। ইউক্রেনের পূর্বাঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক, খারকিভ ও খেরসনের মতো শহরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কেবল ২০২৩ সালেই বিনিয়োগ পুনরুদ্ধারের জন্য ১৪ বিলিয়ন ডলার প্রয়োজন কিয়েভের। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মঙ্গলবার বলেছে, প্রায় ১৫.৬ বিলিয়ন ডলার মূল্যের চার বছরের অর্থায়ন প্যাকেজের জন্য ইউক্রেনের সঙ্গে কর্মী-স্তরের চুক্তিতে পৌঁছেছে তারা।

বিশ্বব্যাংক এর মতে, রাশিয়ার চলমান আগ্রাসন ইউক্রেনের ১৫ বছরের অর্থনৈতিক অগ্রগতিকে পূর্বাবস্থায় ফেলেছে। মোট দেশজ উৎপাদন ২৯ শতাংশে নেমে এসেছে। ১৭ লাখ ইউক্রেনীয়কে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। চলমান যুদ্ধে ইউক্রেনের জ্বালানি খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, গত গ্রীষ্মের তুলনায় জ্বালানি খাতের মোট ক্ষতি এখন পাঁচ গুণ বেশি।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]