
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে গরুর কলিজায় রক্ত ও রং ঢুকিয়ে বিক্রি এবং মুরগির ওজন নিয়ে কারসাজির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) রাতে জাতীয় চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মো. ফয়েজউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার মুরগির দোকানে জাতীয় ভোক্তা অধিকারের টিম ঢুকতেই দোকানিরা কৌশলে ড্রেনে ফেলে দেন ভাটখারা। পরে ডিজিটাল মেশিনে যাচাই করার পর ধরা পড়ে ওজন কম দেয়ার কারচুপি। ৫ কেজির বাটখারায় ৮০০ গ্রাম কম। দুই কেজিতে ২০০ আর এক কেজিতে দেড়শ গ্রাম কম। দোষ স্বীকার করায় জিয়াজুদ্দিন বাজারের ওই দোকানিকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
Posted ৪:২৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin