
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ।
তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর যুবলীগের সাবেক সভাপতি।
শনিবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে গণমাধ্যমকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২৭ এপ্রিল বোয়ালখালী-চান্দগাঁও (চট্টগ্রাম-৮) এলাকায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ মারা গেলে এ আসনটি শূন্য হয়।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin