
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট
মাদারীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইকচালক ইয়ার হোসেন খান (৩২) সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের ইলিয়াস খানের ছেলে।
মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোহম্মদ জুয়েল শেখ জানান, দুপুর ১২টার দিকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোস্তফাপুর আসলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। আহত অবস্থায় আবুল কাসেম (৪৫) নামে এক যাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। আরেক যাত্রী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৮:৩১ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin