
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৫ মার্চ ২০২৩ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পবিত্র রমজানে এর আগে আমরা কখনো রাজনৈতিক আন্দোলন কর্মসূচি দিতে দেখিনি। কিন্তু বিএনপি রমজানেও কর্মসূচি ঘোষণা করেছে। এতে রমজানের মাহাত্ম্য, পবিত্রতা নষ্ট হয়েছে।’
শনিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে নিজ বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘পবিত্র রমজানে অতীতে আন্দোলন হয়নি। কিন্তু বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে, তারা রমজানের পবিত্রতা নষ্ট করছে, বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রমজানেও বিএনপি মানুষকে স্বস্তি দিতে চায় না। ভোগান্তি সৃষ্টির জন্য রমজানেও কর্মসূচি দিয়েছে।’
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin