
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। তবে হাতটি কার তা এখনো শনাক্ত করা যায়নি।
মঙ্গলবার বেলা ১১টার দিকে খুলশী থানার ডেভারপাড় এলাকার কুসুমবাগ আবাসিকের পাশে একটি ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়।
খুলশী থানার এসআই মো. সাহেদ খান জানান, ডাস্টবিনের পাশে একটি হাত পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করা হয়। বর্তমানে কাটা হাতটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা হয়েছে। হাতটি কার তা এখনো শনাক্ত করা যায়নি। তবে হাতটির আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে কাজ করছে পুলিশের সিআইডি টিম।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin