
মোহাম্মদ হাফিজ পেকুয়া প্রতিনিধি: | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
পেকুয়া উপজেলা এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
গত ২২/৩/২৩ ইংরেজী তারিখে পেকুয়া সরকারী মডেল জি এম সি ইনষ্ঠিটিউশানের শ্রদ্বেয় শিক্ষক মহোদয়গন এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা পুষ্পিতা চাকমা।
পেকুয়া উপজেলা এ্যাসিলেন্ট জনাব জাহেদ হাসান পেকুয়া সরকারী মডেল GMC ইনষ্ঠিটিউশান এর সম্মানীত প্রধান শিক্ষক জনাব জরিরুল ইসলাম ও অএ বিদ্যালয় এর অন্যান্যশ্রদ্বেয় শিক্ষক মহোদয় গণ ও শ্রদ্বেয় অথিতি বৃন্দের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
উত্তীর্ণ কারি জোহরা তাবাসসুম তাসিন (চট্টগ্রাম মেডিকেল) আবু তাসিন সামি (সিলেট মেডিকেল) আফরোজা সোলতানা প্রিয়া (খুলনা মেডিকেল) জান্নাতুল নাঈম সিফাত (খুলনা মেডিকেল)
Posted ১২:৩৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin