
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাট গত বছরের এপ্রিলে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পাকাপোক্ত করে নিয়েছেন তারা। ইতোমধ্যে তাদের কোলজুড়ে একটি কন্যাসন্তানও এসেছে। সংসার জীবনে জড়ালেও এখনো ইন্ডাস্ট্রিতে সমানতালে কাজ করছেন এ তারকাজুটি।
অভিনেতা রণবীর এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। পর্দায় অভিনয়ের জন্য নিজেকে ভেঙে গড়তে হয় তাদের। চরিত্রের প্রয়োজনে চেহারায় পরিবর্তনও আনতে হয় বারবার। এখন ‘অ্যানিমেল’ সিনেমার কাজ করায় চেহারায় পরিবর্তন আনতে হচ্ছে এ নায়ককে। এর আগে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ এ ক্লিন ফেসে ঘরোয়া লুকে দেখা গিয়েছিল তাকে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, নতুন এ সিনেমায় একদমই ভিন্নভাবে দেখা যাবে রণবীরকে। মাথায় বড় বড় চুল, মুখভর্তি গোঁফদাড়ি। এভাবেই নিজেকে প্রস্তুত করে নিয়েছেন বলি তারকা। আর শুটিংয়ের সেট থেকে সেই দৃশ্যেরই একটি ভিডিও ফাঁস হয়েছে। সেখানেই নতুন রূপে দেখা গেছে তাকে।
এর আগে এই সিনেমার সেট থেকেই ফাঁস হওয়া এক ভিডিওতে ক্লিন ফেসে দেখা গিয়েছিল রণবীরকে। সেটি ছিল হাসপাতালের দৃশ্য। হাসপাতালের পোশাকে ছিলেন তিনি। তবে রোগীর ভূমিকায় ছিলেন কিনা, সেটা স্পষ্ট নয়। তখন ফাঁস হওয়া ওই দৃশ্যে নায়ককে শুটিং শেষ করে বের হয়ে আসতে দেখা গিয়েছিল।
এদিকে রণবীরের নতুন সিনেমার সেট থেকে ভিডিও ফাঁসের ঘটনায় নানা চর্চা হচ্ছে বিভিন্ন মাধ্যমে। সিনেমা মুক্তি তো দূরের কথা, শুটিং সম্পন্ন হওয়ার আগেই সেট থেকে ভিডিও ফাঁস হওয়ার ঘটনায় ব্যবসা নিয়েও ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
Posted ৫:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin