
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ২০ ওমরাহ যাত্রীর মধ্যে আটজন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ঐ ঘটনায় আহত ২৯ জনের মধ্যেও ১০ জন বাংলাদেশি রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনা কবলিত গাড়ির যাত্রীরা সবাই দেশটির কাসিম প্রদেশ থেকে ওমরাহ করতে যাচ্ছিলেন। সেতুর সঙ্গে সংঘর্ষে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।
জানা গেছে, হতাহত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই কক্সবাজারের বাসিন্দা।
সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted ৪:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin