
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট
সিরিজের দ্বিতীয় টি-২০তে আয়ারল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ অধিনায়ক। টস হওয়ার পর হঠাৎ সাগরিকায় নেমেছে বৃষ্টির ঢল। ম্যাচ শুরুর সময় দুপুর ২টা হলেও বৃষ্টিপাতের কারণে খেলা সাময়িক বন্ধ রাখা হয়। ফলে আরো একটি কার্টেল ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা ছিল আগেই থেকেই। হলো সেটাই।
বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল।
এর আগেই প্রায় ত্রিশ মিনিট মুষলধারে বৃষ্টির পর রোদের দেখা মিললো। তবে জোরে বাতাস বইছে মাঠে। বৃষ্টি বন্ধ হওয়ায় মাঠ শুকানোর কাজে হাত দিয়েছেন মাঠকর্মীরা। এর একটু পর মাঠ পর্যবেক্ষণে নেমেছেন আম্পায়াররা।
ত্রিশ মিনিটের বৃষ্টির পর অবশেষে চট্টগ্রামের আকাশে রোদের ঝলকানি। সরানো হয়েছে উইকেট ও এর আশেপাশের কভারও। বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, মাঠ পরিচর্যার পর ৩টা ১৫ মিনিটে ম্যাচ শুরু হবে। প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল।
এর আগে প্রথম ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। বাংলাদেশ ইনিংসের ৪ বল বাকি থাকতে বৃষ্টি হানা দেয়। আয়ারল্যান্ডও যথাসময়ে নামতে পারেনি। খেলা হয় ৮ ওভারে। বৃষ্টির পেটে চলে যায় ১২.৪ ওভার। এবার টসের পরেই নামে ঝুম বৃষ্টি। যার কারণে প্রায় সোয়া এক ঘণ্টা বিলম্বিত হওয়া ম্যাচটিতে ১৯ ওভার করে খেলবে দুই দল।
Posted ৯:০২ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin