বৃহস্পতিবার ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে স্টোকসকে নিয়ে চিন্তিত ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

যে কারণে স্টোকসকে নিয়ে চিন্তিত ইংল্যান্ড

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপারকিংসের হয়ে খেলবেন বেন স্টোকস। আগামী ৩১ মার্চ আইপিএলের উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে তার দলটি। এ আসরের শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে ইংলিশদের টেস্ট দলের অধিনায়ককে।

ক্রিকেট অস্ট্রেলিয়া ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবার আইপিএলের শুরু থেকেই ব্যাটার হয়ে খেলবেন স্টোকস। পরে একপর্যায়ে বোলিং করবেন তিনি।

তবে স্টোকসের আইপিএলে খেলা নিয়ে চিন্তিত ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কেননা আগামী ১৬ জুন থেকে শুরু হবে অ্যাশেজ টেস্ট সিরিজ। ঐতিহ্যবাহী এ টেস্ট সিরিজে অধিনায়ককে পুরোপুরি ফিট পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইসিবি।

দেশটির ক্রিকেট বোর্ড বলছে, এতে স্টোকসের ইনজুরি গুরুতর হতে পারে। এমনটি হলে তাকে মর্যাদার লড়াই অ্যাশেজে নাও পাওয়া যেতে পারে।

বেশ কয়েক বছর ধরেই বাম হাঁটুর ইনজুরিতে ভুগছেন স্টোকস। মাঝে অবশ্য সেরে উঠেছিলেন তিনি। তবে সবশেষ নিউজিল্যান্ড সিরিজে তা আবার মাথাচাড়া দিয়ে ওঠে।

সেই প্রতিবেদনে আরো বলা হয়, হাটুর ইনজুরি থেকে এখনো সেরে উঠেননি স্টোকস। তা সত্ত্বেও আইপিএলে খেলতে চলে এসেছেন তিনি। অবশ্য একটি ব্যথানাশক ইনজেকশন নিয়েছেন ৩১ বছর বয়সী এ অলরাউন্ডার।

Facebook Comments Box
advertisement

Posted ৯:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]