
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন রেজাউল ইসলাম নামে এক অটোরিকশা যাত্রী। এ সময় চালকসহ আরো পাঁচজন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল ইসলাম কুড়িগ্রামের কাঁঠালবাড়ি বাজারের ফকিরপাড়া গ্রামের আহমেদ আলী মাস্টারের ছেলে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রাতে অটোরিকশায় কুড়িগ্রামের কাঁঠাল বাড়ি যাচ্ছিলেন রেজাউল। পথে বিপরীত থেকে আসা একটি ট্রাক ওই অটোটিকে ধাক্কা দেয়। এতে ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমনিহাট ও কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান রেজাউল।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৪:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin