
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট
ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) দেশ থেকে হটানোর ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। বুধবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কলকাতার রেড রোডে গান্ধী মূর্তির নিচে অনুষ্ঠিত এক অবস্থান কর্মসূচি থেকে তিনি এই আন্দোলনের ডাক দেন।
মমতা বলেন ‘২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না। আগামী দিন ওরা কি করে জিতবে? আগে যখন ওরা ক্ষমতায় এসেছিল তখন পিক টাইম ছিল। ওদের সেই পিক টাইম চলে গেছে। ১৭টা রাজনৈতিক দল নিয়ে তাদের জোট ছিল, কিন্তু আজকে ১৬টা দলই তাদের ছেড়ে চলে গেছে। ওরা একা কি করবে? উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, উড়িষ্যা, পশ্চিমবাংলা, পাঞ্জাব, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, দিল্লী- তারা কোথায় আসন পাবে?’
তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন, ‘দেশকে বাঁচাতে হলে, সাধারণ মানুষকে বাঁচাতে হলে বা গণতন্ত্রকে বাঁচাতে হলে দেশ থেকে এদেরকে হাটাতে হবে।’
আর এই লড়াইয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘আমি মনে করি, বিজেপিকে দেশ থেকে উৎখাত করতে হলে সকল বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক জোট হয়ে লড়াই করা উচিত, সফলতার সঙ্গে লড়াই করা উচিত।’
তিনি বলেন, ‘এখানে কে নেতা হবে, তার লড়াই হবে না। এই লড়াই দেশ রক্ষা করার। এই লড়াই হবে বিজেপি বনাম সাধারণ মানুষের। ওয়ান টু ওয়ান লড়াই হবে। বিজেপিকে তার সিংহাসন ছাড়তেই হবে।’
মমতা অভিযোগ করে বলেন, ‘বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে।’
এদিনের অবস্থান কর্মসূচি থেকে একটি অভিনব প্রতিবাদ করেন মমতা। তিনি একটি ওয়াশিং মেশিন এনে সেখানে কালো কাপড় দেন, আর সেই মেশিন থেকে সাদা কাপড় বের করে আনেন। আসলে বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করে মমতা বোঝাতে চেয়েছেন বিজেপিতে গেলে সমস্ত দুর্নীতি আর কালো দাগ মুছে যায়।
Posted ৮:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin