
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে টয়লেটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা মানুষের মল ছাইয়ে পরিণত করতে পারে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে @vanwives নামের একটি Instagram পেজ থেকে। ভিডিওতে দেখানো হয়েছে, টয়লেটটি ইকো-ফেন্ডলি। যা মানুষের মল গন্ধহীন ছাইতে পরিণত করে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারী জানাচ্ছেন তিনি বাড়িতে মলত্যাগের পর তা পরিষ্কারের জন্য একেবারেই পানি ব্যবহার করেন না। সে প্রক্রিয়াটি আবার তিনি ভিডিও করেছেন। ভিডিওতে দেখা গেল, ঐ কমোডের নিচে মল গিয়ে জমা হচ্ছে, তারপর একটি আলাদা পাত্রের মতো অংশ রাখেন। এরপর কমোডের ঢাকনা বন্ধ করে একটি বোতাম চাপ দিচ্ছেন। অল্প সময়ের মধ্যে মলগুলো সব পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে। সবশেষে ঐ নারী সেই ছাই ছুঁয়ে দেখিয়েছেন।
ভিডিওতে ঐ নারী আরো জানাচ্ছেন, পুড়ে যাওয়ার পর সেই মল দেখে চেনাও যাবে না। এরপর সেফ কোনো জায়গায় সেই ছাই ফেলে দেওয়া যাবে।
Posted ৮:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin