
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট
আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দল বাংলাদেশ। গত কয়েক বছরে টাইগাররা এ সংস্করণে যেভাবে উন্নতি করেছে তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু ওয়ানডের তুলনায় টি-২০তে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি বাংলার বাঘরা।
তবে টি-২০ ফরম্যাটে নিজেদের দুর্বলতা কাটিয়ে সাচ্ছন্দ্যময় ক্রিকেট খেলছে বাংলাদেশ। সম্প্রতি এ ফরম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা। একই সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টি-২০ সিরিজও নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানের দল।
এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০তে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে টাইগার ব্যাটার লিটন দাসের। প্রথম টি-২০’র পর দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে অপ্রতিরোধ্য লিটন। যে কারণে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং জানালেন, লিটন যখন ব্যাট করে মনে হয় ব্যাটিং করা অনেক সহজ।
বুধবার সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এসে স্টার্লিং বলেন, লিটন দারুণ একজন ক্রিকেটার। আপনি জানেন সে কতটা ভালো। আমরা বিশ্বকাপেও এমন বেশ কয়েকটি ইনিংস দেখেছি। তাকে দেখলে মনে হয় ব্যাটিং করাটা খুবই সহজ। তার ব্যাটিং দেখাটা চোখের প্রশান্তি। আর কিছু বলতে চাই না।
আইরিশ বোলাররা মানসিকভাবে পিছিয়ে পড়েছে কি না এমন প্রশ্নে স্টার্লিং বলেন, আমি আসলে এমন কিছু দেখছি না। আমার কাছে মনে হয় তাদের (বোলাররা) সামর্থ্য আছে এবং তারা উন্নতি করতে চায়। আমাদের আসলে ভালো করার পথ খুঁজে বের করতে হবে। সবাই সেই চেষ্টা করছে।
Posted ৮:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin