
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট
গাজীপুরের শ্রীপুরে মালবাহী ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের শ্রীপুর চৌরাস্তার পশ্চিমে আনসার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল হোসেন শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউপির খোজেখানি গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
শ্রীপুর থানার এএসআই তাজমুল হোসেন জানান, মালবাহী ট্রাকটি শ্রীপুর প্রবেশ করছিল। এ সময় মাওনাগামী মোটরসাইকেল ব্রেক ফেল করে চলন্ত ট্রাকের নিচে চলে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই মোটসাইকেল চালক আব্দুল জলিল হোসেন নিহত হয়।
তিনি জানান, নিহতের সঙ্গে থাকা মানি ব্যাগ থেকে তার পরিচয় পাওয়া যায় । দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পুলিশ হেফাজতে থানায় নেয়া হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin