
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
চিকিৎসকরা বলেন ‘ভালবাসা নাকি শুধু পিটুইটারির খেলা …’ প্রেম, ভালোবাসা বা ভালোলাগা। আবার মনোবিদরা বলেন, প্রেমে পড়লে প্রথম দিকে বাগানের গাছে নতুন ফুল ফোটার আনন্দ দিতে পারে। আর ঘোরে দিনকে রাত, রাতকে দিন মনে হতে পারে। সব সময়ই চোখে, মুখে প্রেম প্রেম ভাব। সুযোগ পেলেই প্রিয়জনের কথা ভেবে স্বপ্নে ভেসে যাওয়া। চুপটি করে মনে মনে হাজারো প্ল্যানিং।
সারাক্ষণ মনে হতে থাকে- এই করব, সেই করব। কিন্তু হঠাৎই এই প্রেমের কপালে যদি জোটে বিচ্ছেদ, দাগার দাগ! তাহলে? হৃদয় ভেঙে খান খান। বুকে অসহ্য ব্যথা। চোখের পারি শুকিয়ে গেলেও, বুকের ব্যথা কমে না। আসলে, এসব কাণ্ড ঘটাচ্ছে তিনজন দুষ্টু হরমোন। যার কাজই হচ্ছে, ভালো থাকার হরমোন অর্থাৎ অস্কিটোকিন এবং ডোপামাইনকে নষ্ট করে, সে জায়গা ঢুকে পড়ে স্ট্রেস হরমোন করটিসোল, অ্যাড্রিনালিন, নোরাড্রিনালিন হরমোন। আর এদের তাড়ানাতেই যত ব্যথা বুক জুড়ে।
বিশেষজ্ঞদের মতে, এটা একধরনের স্ট্রেস। যা কিনা পুরোটাই আবেগের উপর নির্ভর করে। প্রেমের আবেগ থেকে হঠাৎ করে বিচ্ছেদ, এই আবেগকে আরোবেশি করে শরীরে সঞ্চার করে। ঠিক সেই সময়ই ঐ তিন দুষ্ট হরমোন এসে হাজির হয় শরীরে। শুরু হয় ভালো ও খারাপ হরমোনের মধ্য়ে লড়াই। আর লড়াইয়ের কারণেই বুকে ব্য়থা। এ ব্যথার স্থায়ীত্ব বেশিদিন থাকে না। মন ফের ভালো হরমোনের খোঁজ শুরু করলেই আবার ভাঙা মন জুড়ে যাবে। হবে ব্যথার উপশম! তাই বিচ্ছেদের পর বুকে ব্যথা হলে, ভালো ভাবুন, ভালো থাকুন। অন্যকে ভালোবাসার আগে, নিজেকে ভালবাসুন।
সূত্র: সংবাদ প্রতিদিন
Posted ৮:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin