
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
ভারতের দিল্লিতে মশার কয়েল থেকে আগুন লাগে শোবার ঘরে। কয়েল থেকে আগুন ছড়িয়ে পড়ে ম্যাট্রেসে। সেই আগুন থেকেই এক পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে এক শিশুসহ ৪ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, একজন নারী।
শুক্রবার (৩১ মার্চ) ভারতের রাজধানীর শাস্ত্রী পার্ক আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, রাতের কোনো এক সময় ম্যাট্রেসের ওপর জ্বলন্ত কয়েল পড়ে যায়। সেখান থেকেই আগুনের উৎপত্তি। বিষাক্ত ধোঁয়ায় পরিবারের বেশ কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে এবং পরবর্তীতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরিবারটির আরো ২ সদস্যকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে, তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে আরো তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এনডিটিভি
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin