
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে নাশকতা মামলায় গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম। এর আগে বুধবার রাত দেড়টার দিকে শহরের খারদ্বার এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া তার নামে একাধিক মামলা তদন্তাধীন এবং আদালতে বিচারাধীন।
Posted ৬:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin