
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এর ১৬তম আসরে খেলা হচ্ছে না মুকেশ চৌধুরীর। কারণটা মূলত ইনজুরি। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ ক্রিকেটারের বদলি হিসাবে আকাশ সিংয়ের নাম ঘোষণা করেছে তার দল চেন্নাই সুপার কিংস (সিএসসকে)।
গেল বছর আইপিএলে মুকেশ চৌধুরীর অভিষেক হয়েছিল। প্রথম মৌসুমেই তিনি নিয়েছিলেন ১৬ উইকেট। এই মুহূর্তে তিনি স্ট্রেচ ফ্র্যাকচার থেকে সেরে উঠছেন। তার জেরেই ১৬ তম আইপিএল থেকে ছিটকে গেছেন এ বোলার।
২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন আকাশ সিং। এর আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন তিনি।
বাঁহাতি এই পেসার এখন পর্যন্ত ৯টি টি-২০ ও ৯ টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচও খেলেছেন ৫টি। তার নামের বিপরীতে আছে ৩১ উইকেট। চেন্নাইকে তাকে দলে নিতে খরচ করেছে ২০ লাখ ভারতীয় রুপি।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin