
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে। ক্যারিয়ারে একটি বিশ্বকাপ জেতা ও পরের বিশ্বকাপের রানার্স-আপ হওয়ায় সবটাই তার ক্যারিয়ারে নিয়ে গেছে অন্যরকম এক উচ্চতায়। ক্লাবেও সফল তিনি। ফরাসি ক্লাব পিএসজির ইতিহাসে সর্বোচ্চ (২০২*) গোলদাতা এমবাপ্পে। তাই এমন খেলোয়াড়কে ছেড়ে দিতে নারাজ পিএসজি। তাই রেকর্ড পরিমাণ পারিশ্রমিক অর্থ দিয়ে এমবাপ্পে রেখে দিয়েছে ফরাসি ক্লাব।
সেজন্য পারিশ্রমিকে তিনি ছাড়িয়ে গেছেন ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও নেইমারকেও। বলা যায় দুই খেলোয়াড়ের দ্বিগুন অর্থ এমবাপ্পে নিয়ে থাকেন। ঠিক কত বেতন পান এমবাপ্পে? সেটি এবার খোলাসা করেছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।
তারা জানিয়েছে, পিএসজিতে মেসি-নেইমারের চেয়ে বেশি বেতন পান এমবাপে। যেখানে সামগ্রিকভাবে এমবাপের বাৎসরিক বেতন ৭ কোটি ২০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৮৩৯ কোটি ২৬ লাখ টাকা। ক্লাব থেকে ফরাসি তারকার মাসিক আয় ৬০ লাখ ইউরো (৭০ কোটি টাকা)। অন্যদিকে, আয়ের দিক থেকে এমবাপের পরের অবস্থানে আছেন নেইমার। তিনি পিএসজিতে পান মাসে ৩৬ লাখ ৭০ হাজার ইউরো (৪২ কোটি ৭৬ লাখ টাকা)। তিন নম্বরে থাকা মেসির ক্লাব থেকে মাসিক আয় ৩৩ লাখ ৭০ হাজার ইউরো (প্রায় ৪০ কোটি টাকা)।
এদিকে, মেসির সঙ্গে চলতি বছরের জুনে শেষ হচ্ছে প্যারিসিয়ানদের চুক্তির মেয়াদ। তবে নতুন বছরে চুক্তি নবায়ন করেত চেয়েছিল পিএসজি। তবে মেসি এমবাপ্পের মতো বেতন দাবি করার সেটাতে রাজি হয়নি পিএসজি। চুক্তি না হলে এই মৌসুমে মেসিকে হারাচ্ছে ক্লাবটি।
অন্যদিকে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছিল নাভ হয়নি পিএসজি। আর প্রতিটি মৌসুমেই বেশিরভাগ সময় ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় নেইমার সঠিক সার্ভিস পাচ্ছে না ক্লাবটি। যার কারণে তাকেও না রাখতে আভাস মিলছে।
Posted ৬:১১ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin