
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের কাছ থেকে ১০ হাজার ৫৩৫ ইয়াবা, ৪৭ কেজি ৯৭০ গ্রাম গাঁজা ও ৮২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
ডিএমপির মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিসি ফারুক হোসেন।
Posted ৬:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin