
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ফরম্যাটে টাইগাররা সিরিজ জিতেছে আগেই, আজ জয় পেলেই আইরিশরা হবে হোয়াইট ওয়াশ।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দুইটায়। খেলাটি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে।
এদিকে আইরিশদের বিপক্ষে শেষ টি-২০তে টাইগার একাদশে আসতে পারে এক পরিবর্তন।
যথারীতি আজকের ম্যাচেও ইনিংস উদ্বোধনে নামবেন লিটন দাস ও রনি তালুকদার। তিন নম্বরে ক্রিজে আসবেন নাজমুল হোসেন শান্ত।
এরপর চার নম্বরে ব্যাটিং করবেন টাইগার দলপতি সাকিব আল হাসান। এ ম্যাচে পাঁচ নম্বরে দেখা যাবে তাওহিদ হৃদয়কে। ছয় নম্বর পজিশনে শামীম হোসেন খেললেও আজ জাকের আলী অনিককে দেখা যেতে পারে।
লোয়ার অর্ডারে থাকবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আইরিশদের হোয়াইট ওয়াশের ম্যাচে নাসুম আহমেদের জায়াগায় অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনের। আর বোলিংয়ের তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান তো থাকছেনই।
শেষ টি-২০তে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক) তাওহিদ হৃদয়, শাহীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
Posted ৬:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
ajkerograbani.com | Salah Uddin