শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কেন দ্রুত গলছে অ্যান্টার্কটিকার বরফ?

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ | প্রিন্ট

দ্রুত গলছে অ্যান্টার্কটিকার বরফ। এর প্রভাবে ধীর হয়ে যাচ্ছে গভীর সমুদ্র স্রোতের গতি। এতে বৈশ্বিক জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। নতুন এক গবেষণায় এসব আশঙ্কার কথা উঠে এসেছে। খবর বিবিসির।

জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরই বাড়ছে বৈশ্বিক গড় উষ্ণতা। আর এর ভয়াবহ প্রভাব পড়ছে অ্যান্টার্কটিকা অঞ্চলের উপর। জলবায়ু স্বাভাবিক রাখতে অন্যতম ভূমিকা রাখা এই অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে বলে জানিয়েন বিজ্ঞানীরা। এতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে অস্বাভাবিক হারে।

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে গভীর জলের প্রবাহ ধীর হয়ে সমুদ্র স্রোতের গতি ৪০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এই হারে বরফ গললে তা বৈশ্বিক জলবায়ুকে বিপর্যয়ের মুখে ফেলবে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।

তাদের মতে, উত্তর আটলান্টিক মহাসাগরের গভীর স্রোতের গতি ধীর হলে আরও শীতল হয়ে উঠবে ইউরোপ। এমনকি বায়ুমণ্ডল থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণের ক্ষমতাও কমে যেতে পারে মহাসাগরগুলোর।

বিজ্ঞানীরা বলছেন, আইসক্যাপ থেকে মিঠা পানি গলে যাওয়ার কারণে সমুদ্রের পানির লবণাক্ততা কমে যাচ্ছে, এতে নিচের দিকের প্রবাহ কমে যায়। হাজার হাজার বছর ধরে উত্তর ও দক্ষিণ গোলার্ধে এই গভীর সমুদ্রের স্রোত অপেক্ষাকৃত স্থিতিশীল ছিল। কিন্তু জলবায়ুর উষ্ণায়নের কারণে এটি ব্যাহত হচ্ছে।

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের আন্তঃসরকার প্যানেল আইপিসিসি বলছে, ১৯০০ থেকে ২০১৮ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৫-২৫ সেন্টিমিটার বেড়েছে। আইপিসিসি আরও জানিয়েছে, প্রাকশিল্প যুগের তুলনায় যদি পৃথিবী কেবল ২ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়, তবে ২১০০ সালের মধ্যে সেই স্তর ৪৩ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(207 বার পঠিত)
(191 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]