শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মামলা, বিএনপিকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ০২ এপ্রিল ২০২৩ | প্রিন্ট

আলফাডাঙ্গায় বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় মামলা, বিএনপিকর্মী গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে বিকৃত করার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম তবিবর তালুকদার (৪০)। আলফাডাঙ্গা কামারগ্রাম এলাকার মৃত মাজেদ তালুকদারের ছেলে এই তবিবর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং বর্তমানে বিএনপির সক্রিয় কর্মী। শনিবার রাতে তবিবরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের।
এর আগে তবিবরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে শনিবার এ বিষয়ে আলফাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন স্থানীয় গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান।
এ বিষয়ে ফরিদপুর জেলার মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন কর বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রীর ছবি বিকৃত বা নষ্ট করা রোধকল্পে আমরা অত্যন্ত কঠোর। এ মামলাটি দায়েরের সঙ্গে সঙ্গে আসামি গ্রেপ্তারের মধ্য দিয়েই সে বার্তা আমরা দিতে পেরেছি। এ ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। আমরা তাদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ‘তবিবরসহ জ্ঞাতনামা আসামিরা আকস্মিকভাবে দলবদ্ধ হয়ে মারাত্মক দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রাষ্ট্রবিরোধী ঝটিকা মিছিল, মহড়া ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে গত ২৫ মার্চ রাত ৯টার দিকে আলফাডাঙ্গা থানাধীন গোপালপুর ইউনিয়নের আলফাডাঙ্গা-কামারগ্রাম রোডে থাকা জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন ছিড়ে বিকৃত করার অপরাধ সংঘটিত করেছে।’
মামলার তদন্ত কর্মকর্তা আলফাডাঙ্গা থানার ইপপরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন বলেন, ‘আসামিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সং/২০১৯) এর ৪/৫ ধারায় মামলা দায়ের হয়েছে। আইন মোতাবেক তদন্তকাজ চলমান রয়েছে। ’
আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, ‘এ মামলায় গ্রেপ্তার তবিবরকে আদালত জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে এ মামলার চার্জশিট আদালতে দাখিল করা হবে। আজ রবিবার থেকেই এ কার্যদিবস গননা শুরু হবে।’
এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃত বা নষ্ট করাকে রাষ্ট্রদ্রোহিতা বলে মনে করছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি বলেন, ‘এটি মস্তবড় অপরাধ। এটি রাষ্ট্রদ্রোহিতা।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচার আইনে মামলা হলেও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা উচিত এবং রাষ্ট্রদ্রোহিতার দায়েই আসামীদের সাজা নিশ্চিত করা দরকার।’
অন্যদিকে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, ‘বঙ্গবন্ধু বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নষ্ট বা বিকৃত করা গর্হিত অপরাধ। এটি কোনো সাধারণ অপরাধ নয়। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সাজা নিশ্চিত করতে পুলিশকে উপযুক্ত ভূমিকা রাখতে হবে।’ এ ধরণের অপরাধের ক্ষেত্রে ২ থেকে ৭ বছর কারাদন্ড হতে পারে বলেও জানান এই আইনজীবী।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন ছিড়ে বিকৃত করার প্রতিবাদে গত শুক্রবার সকালে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের কামারগ্রাম হাওড়ের ব্রিজ সংলগ্ন এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে। এতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও বঙ্গবন্ধু প্রেমিক সাধারণ মানুষ যোগ দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৬ অপরাহ্ণ | রবিবার, ০২ এপ্রিল ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]