
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
দীর্ঘদিন ধরে একটি মহিলা কলেজের পাশে ছাত্রাবাসে তৈরি হতো পর্ণগ্রাফি। বিভিন্ন স্থানে ধারণ করা পর্ণগ্রাফি সংরক্ষণ করা হতো ওই বাসায়। একটি চক্র দেশ-বিদেশের বিভিন্ন পর্ণ মডেলের ভিডিও বা ছবি সংগ্রহ করত। পরে সেই ভিডিও সম্পাদনা করে তৈরি করা হতো নীল সিনেমা (ব্লু ফিল্ম)। এরপর সেগুলো বিক্রি করা হতো দেশ-বিদেশের বিভিন্ন পর্ণসাইটে।
ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ে। রোববার রাতে এ ঘটনায় শহরের হাজিপাড়ায় মহিলা কলেজ সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ২৯টি ল্যাপটপ।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঝাড়গাঁও এলাকার আবুল কালামের ছেলে ওমর ফারুক, ঘনিবিষ্টপুর গ্রামের জব্বার আলীর ছেলে আরিফুল ইসলাম, সেনিহারি এলাকার বদিরুল ইসলামের ছেলে মেহেদি হাসান ও নওগাঁ জেলার পত্নীতলা মোবারকপুর এলাকার তরিকুল ইসলামের ছেলে তৌহিদ রেজা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও মহিলা কলেজের পাশে ৪ রুমের একটি ভাড়া বাসায় পর্ণগ্রাফি তৈরি ও সম্পাদনার কাজে ব্যবহৃত হয়ে আসছিল। বিভিন্ন স্থানে ধারণ করা পর্ণগ্রাফি ওই বাসাতে সংরক্ষণ করা হতো। একটি চক্র দেশ-বিদেশের বিভিন্ন পর্ণ মডেলের ভিডিও বা ছবি সংগ্রহ করত। পরে সেসব ভিডিও সম্পাদনা করে দেশ-বিদেশের বিভিন্ন পর্ণসাইটে বিক্রি করা হতো।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিলা কলেজ সংলগ্ন বাসাটিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ সময় ২৯টি ল্যাপটপ জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করেছেন। এ কাজের সঙ্গে যুক্ত থাকা বাকিদের আইনের আওতায় আনতে অব্যাহত থাকবে পুলিশি তদন্ত।
Posted ৪:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩
ajkerograbani.com | Salah Uddin