
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
সেহরি না খেয়ে রোজা রেখেছিলেন হেলাল হোসেন, হৃদরোগের লক্ষণ নিয়েই দিয়েছেন পরীক্ষা। ধকল কাটিয়ে উঠতে না পেরে ইফতারের আগ মুহূর্তে মৃত্যু হয় তার।
মৃত হেলাল হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেয়ার পর সুস্থ হয়ে হলে ফিরে ফের অসুস্থ হয়ে পড়েন হেলাল। পরে তাকে কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে মারা যান বলে জানিয়েছে বিভাগ এবং আবাসিক হল সূত্র।
জানা যায়, আগের রাতে রাতে সেহরি না খেয়েই রোজা রেখেছিলেন এই শিক্ষার্থী।
মৃত্যুবরণ করা শিক্ষার্থী হেলাল হোসেনের বাবার নাম প্রয়াত মুহাম্মদ আব্দুস সালাম মাতা সুফিনা বেগম। তার পরিবারে চার ভাই ও এক বোন রয়েছে। তার তিন ভাই প্রবাসী তবে বর্তমানে এক ভাই দেশে অবস্থান করছে।
মরদেহ হাসপাতাল থেকে রাত ৮টায় সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে আনা হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দেখতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
রাত ৯টায় সিলেটের মৌলভীবাজার হেলাল হোসেনের বাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায় লাশবাহী ফ্রিজিং গাড়ি।
শিক্ষার্থীর মৃত্যুতে শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরসহ রেজিস্ট্রার ও বিভিন্ন দফতর প্রধানরা।
Posted ৩:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ এপ্রিল ২০২৩
ajkerograbani.com | Salah Uddin