শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুতিনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেন জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ মে ২০২৩ | প্রিন্ট

পুতিনের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেন জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যায় ক্রেমলিনে ড্রোন হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে সাক্ষাৎ করার আগে দেশটির রাজধানী হেলসিংকিতে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমরা পুতিন বা মস্কোকে আক্রমণ করি না, আমরা আমাদের ভূখণ্ডে লড়াই করি।’ খবর দ্য গার্ডিয়ানের।

এদিকে, জেলেনস্কির কার্যালয়ের এক মুখপাত্র সেরহি নিকিফরোভ বলেছেন, ক্রেমলিনের হামলা নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। প্রেসিডেন্ট জেলেনস্কি অতীতে একাধিকবার যেমন বলেছেন, ইউক্রেনে নিজের সব সামর্থ দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে কাজে লাগাচ্ছে, অন্য দেশে হামলায় নয়।

পুতিনের বাসভবন ক্রেমলিনে মঙ্গলবার রাতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া। দেশটি বলেছে, দুটি ড্রোন দিয়ে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’র মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

তবে হামলার সময় ভ্লাদিমির পুতিন মস্কোর বাইরে নভো ওগারিয়োভো কার্যালয়ে ছিলেন এবং তিনি নিরাপদে আছেন বলেও জানায় সংবাদ সংস্থা রিয়া।

এক বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ক্রেমলিনে হামলাকারী ড্রোন দুটি ধ্বংস করে ভূপাতিত করা হয়েছে। তবে এতে কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। প্রেসিডেন্ট পুতিন নিরাপদেই আছেন।

ড্রোন হামলা নিয়ে ক্রেমলিনের বিবৃতি প্রকাশের পরপরই রাজধানী শহর মস্কোজুড়ে ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছেন মেয়র।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ০৩ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]