বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না আবুল খায়েরের

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট

৩০ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না আবুল খায়েরের

ফেনীর ছাগলনাইয়ায় বাবার সম্পত্তি বণ্টনের দ্বন্দ্বে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত পলাতক আবুল খায়েরকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ৩০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না তার।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম। এর আগে বুধবার (৩ মে ) রাতে চট্টগ্রামে পটিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, ছাগলনাইয়ার দক্ষিণ বল্লভপুর গ্রামের মৃত অলি আহাম্মদের বড় ছেলে আবু তাহেরের সঙ্গে তার ছোট দুই ভাই আবুল খায়ের ও আব্দুল কাদেরের বাবার সম্পত্তি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল। ১৯৯৩ সালের ২৭ জুন আসামি আবুল খায়ের (মেজো ভাই) ও আব্দুল কাদের (ছোট ভাই) সম্পত্তি নিয়ে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে দুজনে বড় ভাইকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথেই আবু তাহের মারা যান।

এ ঘটনায় নিহত আবু তাহেরের বোন আমেনা বেগম বাদী হয়ে ছাগলনাইয়া থানায় আবুল খায়েরকে প্রথম ও আব্দুল কাদেরকে দ্বিতীয় নাম্বার আসামি করে একটি হত্যা মামলা করেন। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। পরে আদালত অভিযুক্ত আবুল খায়ের ও আব্দুল কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

র‍্যাব-৭ আরো জানায়, হত্যা মামলার আসামিরা গ্রেফতার এড়াতে ছদ্মনামে চট্টগ্রামের পটিয়ায় অবস্থান করছে। এমন সংবাদে একটি আভিযানিক দল বুধবার (৩ মে ) রাতে অভিযান চালিয়ে একটি বাসা থেকে আসামি মো. আবুল খায়েরকে গ্রেফতার করেন। আবুল খায়েরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ছাগলনাইয়া থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]