মঙ্গলবার ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে যে ভেন্যুতে খেলবে ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট

বিশ্বকাপে যে ভেন্যুতে খেলবে ভারত-পাকিস্তান

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতের মাটিতে। আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে আয়োজক দেশটি। সবকিছু ঠিক থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভেন্যু নিয়ে বেঁধেছে বিপত্তি।

বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু দুই পরাশক্তি দেশ ভারত-পাকিস্তানের কূটনৈতিক লড়াইয়ে টুর্নামেন্টটি অনিশ্চতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে!

মূলত এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে চায় না ভারত। আবার বিশ্বকাপে ভারতে খেলতে নারাজ পাকিস্তানও। এ দুই দেশের ভেন্যু সমস্যা নিয়ে ‘হাইব্রিড’ মডেল ভাবা হলেও সেটি নিয়ে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

তবে আসন্ন বিশ্বকাপে ভারত-পাকিস্তানের জন্য সম্ভাব্য ভেন্যু নির্বাচন করেছে আয়োজক দেশটি।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে নতুন শর্ত দিয়েছে। নিরপেক্ষ ভেন্যু না হলেও তারা নির্দিষ্ট করে দিয়েছে ভেন্যু। বাবর আজমদের প্রস্তাবিত দুটি ভেন্যু হচ্ছে কলকাতা ও চেন্নাই।

প্রতিবেদনে আরো বলা হয়, এর আগে ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান কলকাতায় মুখোমুখি হয়। এছাড়াও কলকাতায় তারা অনেক টুর্নামেন্ট খেলেছে। সেজন্য কলকাতায় খেলতে চায় তারা। কলকাতা এবং চেন্নাই এই দুই শহরের নিরাপত্তা খুব ভালো। তাই শহর দুটিই পাকিস্তানের প্রথম পছন্দ।

তবে আইসিসি চায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের খেলায় মানুষের সর্বাধিক আগ্রহ থাকায় তাদের ম্যাচ আহমেদাবাদে আয়োজন করতে। লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন ওই মাঠে সংস্থাটি এই ম্যাচের অধিক মুনাফা তুলতে চায়। এরই মধ্যে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে তারা ফাইনালের জন্যও বেছে নিয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমে খবর, অক্টোবর-নভেম্বরে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে হাই-প্রোফাইল ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের দায়িত্ব সম্ভবত পেতে চলেছে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামই।

জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) আহমেদাবাদে ম্যাচটি আয়োজন করার সিদ্ধান্ত নিতে চলেছে। চলমান আইপিএলের পরই বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যু ঘোষণা হতে পারে।

আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ চলতে পারে শোনা যাচ্ছে। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে ভারতের মোট ১২টি শহরে। টানা ৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা। ১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইনদোর, রাজকোট এবং মুম্বাইয়ে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]