শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের পথে ২৭ সদস্যের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ মে ২০২৩ | প্রিন্ট

রোহিঙ্গা প্রত্যাবাসন: মিয়ানমারের পথে ২৭ সদস্যের প্রতিনিধিদল

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে রাখাইনের পরিস্থিতি দেখতে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়েছে ২৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি টেকনাফ দিয়ে নৌপথে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়। প্রতিনিধি দলে রয়েছেন ২০ রোহিঙ্গা কমিউনিটি নেতা ও সাতজন সরকারি কর্মকর্তা। পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য রয়েছেন দুইটি স্পিডবোটসহ বিজিবির ১৬ জন সদস্য।

এতে নেতৃত্ব দিচ্ছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, প্রতিনিধি দলটি মিয়ানমারে প্রত্যাবাসনে প্রস্তুতি ও সেখানকার পরিবেশ পর্যবেক্ষণ করবে। একইদিন সন্ধ্যায় তারা আবার ফিরে আসবে। মূলত প্রত্যাবাসন হলে মিয়ানমারে রোহিঙ্গাদের যেখানে রাখা হবে, প্রতিনিধিদল সেই জায়গাটি পরিদর্শন করবে বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ থেকে মিয়ানমারের কাছে আট লাখের বেশি রোহিঙ্গার একটি তালিকা পাঠানো হয়। ঐ তালিকা থেকে ফেরত নিতে পাইলট প্রকল্প হিসেবে প্রথম দফায় প্রায় ১ হাজার ১৪০ জনকে নির্ধারণ করে মিয়ানমার। সেখান থেকে ৪২৯ জনের বিষয়ে আপত্তি জানিয়েছিল দেশটি। পরে গত ১৫ মার্চ ১৯ সদস্যদের একটি টেকনিক্যাল টিম বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।

তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি আরআরআরসি কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]