শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যাবে গুগল অ্যাকাউন্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ মে ২০২৩ | প্রিন্ট

পাসওয়ার্ড ছাড়াই লগইন করা যাবে গুগল অ্যাকাউন্ট

গুগল অ্যাকাউন্ট লগইন করতে আর পাসওয়ার্ড লাগবে না। এর বদলে পাসকি দিতে হবে। গুগল পাসকি আপনার পরিচয় যাচাই করতে ডিভাইসের বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করবে।
সার্চ ইঞ্জিন জায়ান্টটি জানিয়েছে, পাসওয়ার্ডহীন ভবিষ্যতের জন্য এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ব্যবহারকারীদের হ্যাকিং থেকে রক্ষা করতে পারে। সেই গুগল পাসকি এখন আপনিও ব্যবহার করতে পারবেন।

গুগল পাসকি তার ব্যবহারকারীদের পাসওয়ার্ড ছাড়াই অ্যাপ এবং ওয়েবসাইটে সাইনইন করতে দেয়। ইউজারদের ডিভাইসে বায়োমেট্রিক সেন্সর, পিন এবং প্যাটার্ন দিয়ে ভেরিফাই করে। এখন পাসকি সমস্ত গুগল অ্যাকাউন্টগুলোর জন্যই চালু করা হয়েছে এবং খুব শিগগিরই তা অন্যান্য পরিষেবাগুলোর জন্যও চলে আসবে।

গুগলে পাসকি কীভাবে সেট করবেন?

১. আপনার ফোন বা কম্পিউটার থেকে ওয়েব ব্রাউজার খুলুন। তারপরে g.co/passkeys অপশন থেকে Google Passkey পেজে চলে যান।

২. আপনার Gmail অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। একবার লগ ইন করে ফেললেই আপনি Passkey পেয়ে যাবেন।

৩. এবার আপনাকে Use Passkey বাটনে ক্লিক করতে হবে। একটি পপ-আপ চলে আসবে, যা আপনার ডিভাইসের বায়োমেট্রিক্স বা পিন কোড ব্যবহার করে পরিচয় যাচাই করতে বলবে।

৪. প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে আপনাকে একটি কনফারমেশন মেসেজ দেখানো হবে। সেখানে আপনাকে দেখানো হবে, Passkey অ্যাক্টিভেট হয়েছে। তারপর আপনি যে কোনো ডিভাইস থেকে Google Account-এ সাইনইন করতে Passkey ব্যবহার করতে পারবেন।

৫. এখন আপনাকে কোনো অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে না, আপনাকে শুধু বায়োমেট্রিক্স দিয়ে নিজেকে যাচাই করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]