বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ৪ বনকর্মী গুলিবিদ্ধ

কক্সবাজার প্রতিনিধি:   |   রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট

চকরিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ৪ বনকর্মী গুলিবিদ্ধ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে চার বনকর্মীসহ ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ডুলাহাজারা বনবিটের ডুমখালীর রিজার্ভপাড়ার সংরক্ষিত বনাঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে খ্যাত। সেখানে একদল বনদস্যুকে তিনটি গাছ কেটে নিয়ে যেতে দেখে বিট কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা কাটা গাছগুলো উদ্ধারে যান। এ সময় বনকর্মীদের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষায় বনকর্মীরাও ১৫-১৬ রাউন্ড গুলি ছোড়েন।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার জানান, সন্ত্রাসীদের গুলিতে বিট কর্মকর্তা অবনী কুমার রায়, এফজি গোলাম জিলানী সুমন, এফজি সুকুমার সূর্য ও বাগান মালী শাহেদুল মোস্তফা গুলিবিদ্ধ হয়েছেন। এর মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ডুলাহাজারা খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বনদস্যু ও সন্ত্রাসীদের মধ্যে ১০-১৫ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুল ইসলাম জানান, ডুমখালীর রিজার্ভপাড়া সংরক্ষিত বনভূমি হলেও এলাকাটি সন্ত্রাসী ও দস্যুদের অভয়ারণ্য হিসেবে খ্যাত। ঘটনার সময় ১০০-১৫০ জন চিহ্নিত বনদস্যু ও সন্ত্রাসী জড়ো হয়েছিল।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০৭ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]