বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে ঢাবি শিক্ষার্থীকে ধাক্কা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট

চলন্ত ট্রেন থেকে ঢাবি শিক্ষার্থীকে ধাক্কা

সহযাত্রীর সঙ্গে কথা কাটাকাটির জেরে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ মে) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম মিরাজুল ইসলাম শিবলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জহুরুল হক হলের আবাসিক ছাত্র।

আহত শিবলী ফেসবুক লাইভে ঘটনার বর্ণনা দিয়ে জানান, শনিবার বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে উঠেন তিনি। ট্রেনে প্রচুর ভিড় থাকায় ট্রেনের দরজায় দাড়িয়েই ঢাকায় ফিরছিলেন। পথিমধ্যে দরজায় ব্যাগ রাখাকে কেন্দ্র করে এক সহযাত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি মিটমাটও হয়ে যায়। কিন্তু ট্রেন গাজীপুর পৌঁছালে হঠাৎ করে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই সহযাত্রী। শিবলী চলন্ত ট্রেন থেকে নিচে পাথরের ওপর পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর কল করে পুলিশের সহায়তায় নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে শিবলী এবং তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ঐ ছাত্রের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় খোঁজখবর রাখছে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করতে গাজীপুর থানা ও রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]