বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদির সামরিক প্লেনে জেদ্দার উদ্দেশ্যে ১৩৫ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৭ মে ২০২৩ | প্রিন্ট

সৌদির সামরিক প্লেনে জেদ্দার উদ্দেশ্যে ১৩৫ বাংলাদেশি

সুদানে আটকে পড়া ৬৭৫ বাংলাদেশির মধ্যে ১৩৫ জন জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেছেন। জাহাজ না পাওয়ায় তাদের ফ্লাইটে করে জেদ্দায় নেয়া হচ্ছে।
সৌদি সরকারের সহায়তায় এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সুদানে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারিক আহমেদ।

সুদানের সেনাবাহিনীর সঙ্গে কত কয়েদিন বেসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট আরএসএফের সংঘর্ষ চলছে। এই সশস্ত্র আরএসএফের নেতৃত্বে রয়েছেন ক্ষমতাধর জেনারেল হামদান দাগালো। সুদানের ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সেনা ও আরএসেফের মধ্যে এই সংঘাত।

আন্তর্জাতিক চাপে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে পৌঁছালেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পেছনে একে অপরকে দুষছে সেনা ও আরএসএফ। এ পরিস্থিতিতে শহরে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে সরকারগুলো।

এমন পরিস্থিতে প্রায় ৬৫০ বাংলাদেশিকে নিরাপদে সুদান ছেড়ে জেদ্দায় চলে যাচ্ছেন। তারা এখন পোর্ট সুদানে অবস্থান করছেন। খার্তুম থেকে তাদের ৮৫০ কিলোমিটার দূরে পোর্ট সুদানে এর আগে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সরিয়ে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জানান যে আজকে সৌদি বিমান বাংলাদেশীদের নিয়ে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য সুদানে প্রায় ১৫০০ বাংলাদেশি আছে এবং তাদের মধ্যে প্রায় ৭০০ দেশে চলে আসার আগ্রহ প্রকাশ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৬ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(217 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]