বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দি সিনেমায় ঠিকঠাক কাপড় পরে না: ডিপজল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৮ মে ২০২৩ | প্রিন্ট

হিন্দি সিনেমায় ঠিকঠাক কাপড় পরে না: ডিপজল

‘হিন্দি সিনেমা মানুষ দেখবে না, সিনেমায় অগো মানুষ ভালো কাপড়চুপড় পরে না। সিনেমায় অরা ঠিকঠাক কাপড়চুপড় পরে না। ওইসব আমগো সংস্কৃতি না। তাই আমি মনে করি বাংলাদ্যাশে হিন্দি সিনেমা টিকব না।’

আগামী শুক্রবার থেকে সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। এই সিনেমা মুক্তির বিষয়ে এক প্রতিক্রিয়ায় রোববার এমনই অভিমত দিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

বাংলাদেশের অনেক মানুষ টেলিভিশনের কল্যাণে হিন্দি সিনেমা দেখে, তারা তো এবার হলে গিয়ে ‘পাঠান’ দেখবে, তা না? এমন প্রশ্নের জবাবে ডিপজল বলেন, ‘টেলিভিশনের হিন্দি সিনেমাই আমগো পোলাপাইনরে নষ্ট করতাছে। হিন্দি সিনেমায় য্যামনে কাপড়চুপড় পরে অমনে আমগো দ্যাশে কাপড়চুপড় পরে না। অনেক পোলাপাইনরে আগেই নষ্ট করছে, এহন সিনেমা আমদানি কইরা নষ্ট করতাছে।’

এদিকে অনেক জল ঘোলার পর অবশেষে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। বিশ্বব্যাপী আলোড়ন তোলা সুপারস্টার শাহরুখ খান অভিনীত এ ছবিটি মুক্তির জন্য মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্রসহ সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই শুক্রবার (১২ মে) বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে কোনো বাধা নেই।

দেশের ছবি দিয়ে চাহিদা পূরণ করতে না পারায় সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল এ দেশে হিন্দি ছবি আসুক। ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হচ্ছে। দর্শকদের হলমুখী করতে ইতিমধ্যে সিঙ্গেল স্ক্রিনগুলোও ‘পাঠান’ চালাতে আগ্রহী হয়েছে।

ঢাকার স্টার সিনেপ্লেক্স, মধুমিতা, মানিকগঞ্জের নবীন, বগুড়ার মধুবনসহ দেশের অনেক হলের সামনে ইতিমধ্যে ‘পাঠান’-এর পোস্টার ঝোলানো হয়েছে। পদে পদে বাধা-বিপত্তি কাটিয়ে বাংলাদেশে হিন্দি ছবি মুক্তির অনুমতির প্রক্রিয়া সম্পন্ন করিয়েছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের নির্মাতা অনন্য মামুন।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১২ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]