শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | প্রিন্ট

পাকিস্তানের বিভিন্ন শহরে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন কর্মী-সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে।দেশটির রাজধানী ইসলামাবাদ ও পেশওয়ারে কারফিউ জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করার পর ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার ও মারদান শহরে পিটিআইয়ের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময়  পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

করাচি ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ বলে স্লোগান দেন।

পিটিআইয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ৭০ বছর বয়সী এক বিক্ষোভকারীকে আইনশৃঙ্খলা বাহিনী আটকে করে নিয়ে যাচ্ছেন।

এদিকে ইমরান খানকে গ্রেপ্তার করার পর রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  এদিন সন্ধ্যায় পেশওয়ারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগামী ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়, লাহোরে সেনেটর ইজাজ চৌধুরীর নেতৃত্বে পিটিআইয়ের সমর্থকরা লিবার্টি চকে জড়ো হন। পরে মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক তারা বন্ধ করে দেন তারা। এসময় পিটিআইয়ের সমর্থকদের টায়ার পোড়াতে ও জোট সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়।

 

ইমরানের জামান পার্কের বাসভবনের বাইরেও সমর্থকরা বিক্ষোভ করেন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরের সামনেও জড়ো হয়েছেন পিটিআই সমর্থকরা।

আজ এক মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।

ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খানের বরাত দিয়ে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপি বৈধ করার জন্য কয়েক বিলিয়ন রুপি নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় ইমরানকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ মে ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(216 বার পঠিত)
(194 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]