
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ | প্রিন্ট
ঢাকা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক মুস্তারী বেগম পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকার।
বুধবার (১০ মে) সাড়ে ১০টায় ঢাকার মোহাম্মদপুর সিটি ক্লিনিকে ইন্তেকাল করেন তিনি।
মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে ঢাকা কলেজের শিক্ষক পরিষদ ও ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)।
জানা যায়, দীর্ঘদিন ইডেন মহিলা কলেজে কর্মরত ছিলেন তিনি। শেষে ঢাকা কলেজ হতে অবসরে যান। তিনি বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এর ট্রাডিশনাল শেষ ব্যাচ (মাস্টার্স ১৯৮০) শিক্ষার্থী ছিলেন।
মুস্তারী বেগমের জানাজা সকাল ১১টায় ঢাকা কলেজের জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ, শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ, মরহুমের আত্মীয় স্বজন, শিক্ষার্থীরা ও কর্মচারীবৃন্দ।
Posted ৬:৩৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
ajkerograbani.com | Salah Uddin